Posted by : Fmc







স্পোর্টস ডেস্ক: আর মাত্র কিছুদিন পর শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই খেলাকে সামনে রেখে ২৬ এপ্রিল ১০ দিনের ক্যাম্প করতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।  আইপিএলে খেলার কারণে সেখানে শুরুতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে পাওয়া হবে না।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ক্যাম্পের শেষদিকে যোগ দেবেন সাকিব-মুস্তাফিজ। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আকরাম খান।  
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলাকালীন কন্ডিশনিং ক্যাম্প করতে উড়বে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর


রহিমরা। সেখান থেকে আয়ারল্যান্ডে গিয়ে লড়বে ত্রিদেশীয় সিরিজে।  শেষ করে আবারও ইংল্যান্ডে ফিরবে বাংলাদেশ দল।
আকরাম খান বলেন, ‘শুরুতে আমরা সাকিব-মুস্তাফিজকে আইপিএলের কারণে সাথে পাবো না।  তারা যেহেতু খেলার মধ্যেই থাকবে সেক্ষেত্রে ত্রিদেশীয় সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পের শেষদিকে দলের সঙ্গে যোগ দেবে। ’
তবে শুরু থেকে ক্যাম্পে যোগ না দিলেও পুরো আইপিএল খেলা হবে না সাকিব-মুস্তাফিজের। ক্যাম্পের শেষের দিকে দলের সাথে যোগ দিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন তারা।
আকরাম খান আরো জানান, ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  এখন পর্যন্ত একটি ম্যাচের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।  তবে বিসিবি চেষ্টা করছে তা আরও বাড়ানোর।  শুধু তাই নয়, মূল দলের বাইরেও একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হবে কন্ডিশনিং ক্যাম্পে।
প্রস্তুতি ম্যাচে কারা খেলবেন, সেটাও এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে গেছে বলে জানান তিনি।  খুব দ্রুতই সে ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।
আকরাম খান আরও বলেন, ‘যাদেরকে ভবিষ্যতে জাতীয় দলের ব্যাপারে চিন্তা করছি, এমন কয়েকজন ক্রিকেটারকে আমরা সুযোগ দেবো এই ক্যাম্পে।  এটা আমাদের ব্যাকআপ প্ল্যানের একটা অংশ।  প্রস্তুতি ম্যাচও খেলা হবে।  এখন পর্যন্ত একটা ম্যাচের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ’
১১ এপ্রিল ২০১৭

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © MIXED NEWS WORLD - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -